• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা জেলা প্রশাসকের দিনব্যাপী কয়রায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ১৪ জানুয়ারী দিনব্যাপী কয়রা উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। কয়রা উপজেলা প্রশাসন , ও চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য ‘শিক্ষা নিবাস’ নামক ডরমিটরী উদ্বোধন ও চাউল্ড ইনটেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম বিষয়ক মতবিনিময় সভা বেলা ১২ টায় চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা নিবাস,খেলার মাঠ , ডিজিটাল হাজিরা ও শিশু বঙ্গবন্ধু পরিষদের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি আমাদী ইউনিয়ন ভুমি অফিসে ১৪ থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত বিশেষ সেবা ক্যাম্প উদ্বোধন করেন এবং কয়রা সদরে সুন্দরবন বালিকা বিদ্যালয়ের নব নির্মিত গেট ফিতা কেটে উদ্বোধন করেন। বিকাল তিন টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন । উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আমিন নাহিন ও রাজীব কুমার বাছাড়ের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক সার্বিক শাহিনুজ্জামান (শাহিন), কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ নুর ই আলম সিদ্দিকী,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নুর , মোঃ তকী ফয়সাল তাকুলদার,দেবাশীষ বসাক,শারমিন জাহান লুনা,নূরী তাসমিন উর্মি,থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাবতী রায় প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা