• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা কালেক্টরেট মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

খুলনা কালেক্টরেট জামে মসজিদের আধুনিকায়ন ও দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন আজ (শুক্রবার) জুম্মার নামাযের পর অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামায আদায় করার ক্ষেত্রে মসজিদের সম্প্রসারণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মুখে মাস্ক পরিধান করা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং পরিস্কার-পরিচ্ছন্নতাই এখন একমাত্র উপায়। তিনি উপস্থিত সকল মুসল্লিদের স্বাস্থ্যবিধি পালন করা এবং সরকারি নিদের্শনা মেনে চলার আহ্বান জানান।

পরে নির্মাণ কাজের উদ্বোধন করে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম কবির এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

আজকের খুলনা
আজকের খুলনা