• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ১৮ শিক্ষক

আজকের খুলনা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না সদ্য নিয়োগপ্রাপ্ত ১৮ শিক্ষক। সমিতির একাংশের বিরোধিতার কারণে এ নির্বাচনে তারা অংশ নিতে পারছেন না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এই ১৮ শিক্ষকের মধ্যে ১৭ জন এরই মধ্যে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুর্নবিবেচনার দাবি করেছেন।

ভোটাধিকার প্রয়োগের দাবিতে চিঠি দেওয়া শিক্ষকদের মধ্যে আইন ডিসিপ্লিনের ৫ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৫ জন, রসায়ন ডিসিপ্লিনের একজন ও চারুকলা স্কুলের ৬ জন শিক্ষক রয়েছেন। তারা গত ২ ডিসেম্বর খুবিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন।

আবেদনকারী শিক্ষকদের কয়েকজন জানান, নিয়মিত শিক্ষক হয়ে এবং শিক্ষক সমিতির চাঁদা পরিশোধ করেও প্রথমবারের মতো ভোটাধিকারের সুযোগ পেয়েও বঞ্চিত হচ্ছেনা তারা। ঘটনাটি তাদের ব্যথিত করেছে।

এবিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সারওয়ার জাহান বলেন, নিয়মতান্ত্রিকভাবে বিগত বছরগুলোতে নিয়োগ পাওয়ার পরপরই শিক্ষকগণ সমিতির চাঁদা পরিশোধ করে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কিন্তু এবারই প্রথম নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলেন। এটা দুখঃজনক ও অনাকাঙিক্ষত।

আজকের খুলনা
আজকের খুলনা