• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খাদ্য সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মে ২০২০  

করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা। ধান কাটার পর একই জমিতে শাক-সবজি উৎপাদন ও বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন স্থানে অনাবাদি জমি চাষের আওতায় আনা হয়েছে।

এরই মধ্যে কৃষকদের বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করতেই নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সামছুজ্জামান শাহীনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট ।

চলতি বছরে খুলনা অঞ্চলে প্রায় ৫৭ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে জমির ধান কাটতে শুরু করেছেন চাষিরা। তবে এক ফসলী জমি হওয়ায় ধান কাটার পর বছরের অধিকাংশই সময় এই জমি অনবাদি পড়ে থাকে। একইভাবে বাড়ির আঙিনা ও জমি-ঘেরের আইলও থাকে পতিত অবস্থায়।

তবে এবার চলমান করোনা পরিস্থিতিতে খাদ্যে সংকটের আশংকায় নড়েচড়ে বসেছেন কৃষি কর্মকর্তারা। কোনো জমি অনাবাদি থাকবে না- জমির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীও। এ নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ।

কৃষি কর্মকর্তারা জানান, বাড়ির আঙিনা ও পতিত জমিতে স্বল্প মেয়াদি ফসল আবাদে প্রান্তিক কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এরই মধ্যে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশকসহ কৃষি উপকরণও দেয়া হয়েছে । এতে খুশী কৃষকরা । খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করতে পারলে করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আজকের খুলনা
আজকের খুলনা