• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খলিফাদের স্মৃতিচিহ্ন পুনরুদ্ধার করছে তুরস্ক

আজকের খুলনা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

খলিফাদের লুট হয়ে যাওয়া স্মৃতিচিহ্ন পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছে তুর্কি সরকার। এর মধ্যে রয়েছে খলিফাদের ঢাল, তরবারি, কুরআন শরীফ, তৈলচিত্র, ক্যালিগ্রাফি, পাণ্ডুলিপি-সহ আরও অনেক কিছু। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই পুনরুদ্ধার কার্যক্রম। ইতোমধ্যেই ৪ হাজার ১ শত ৫৯ টি স্মৃতিচিহ্ন অস্ট্রেলিয়া, ব্রিটেন, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের মিউজিয়াম থেকে পুনরুদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে কুরআনে কারীমের কিছু নুসখা, প্রাচীন মূল্যবান কিছু গ্রন্থের পাণ্ডুলিপি, সুলতান সালিমের সমাধি ফলক, কিছু তৈলচিত্র ও কিছু মূল্যবান ক্যালিগ্রাফি।
তুরস্কে রাষ্ট্রীয় উদ্যোগে করা হচ্ছে মহান । 

তুরস্কের বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত ছিল কসতুনতুনিয়া বিজেতা মুহাম্মাদ আল ফাতিহসহ সকল খলিফাদেরই ঢাল, তরবারি, পঠিত কুরআন শরীফ, নানা ধরনের ব্যবহার সামগ্রী। কিন্তু বিশ্বযুদ্ধ চলাকালীন অস্থিতিশীলতার সময় তুরস্কের আয়া সুফিয়া, তুপকাপিসহ অন্যান্য মিউজিয়াম থেকে লুট হয়ে যায় মহান খলিফাদের অনেক স্মৃতিচিহ্ন। ইউরোপের বিভিন্ন দেশ সুযোগ পেয়ে দামি এবং মূল্যবান অনেক সামগ্রী তুরস্কের মিউজিয়াম থেকে সরিয়ে নিজেদের দেশের যাদুঘরে পুরে রাখে।

তুরস্কের মানুষ নিজেদের খলিফাদের বিভিন্ন সামগ্রী দেখতে যেত জার্মানি, বুলগেরিয়া, আমেরিকা,লন্ডন এবং প্যারিসে। কুরআন শরীফের হাতে লেখা দুর্লভ অনেক নুসখা, মূল্যবান অনেক পাণ্ডুলিপি স্থানান্থরিত হয়েছিল তুরস্ক থেকে স্পেন, আলমেনিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ার যাদুঘরে।

আজকের খুলনা
আজকের খুলনা