• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

কয়রা উপজেলার ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে মাদক,জঙ্গীবাদ,ইভটিজিং,বাল্য বিবাহ ও নৈতিকতা বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ২২ জানুয়ারী বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হোসনে আরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিএম অদুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। তিনি বক্তব্য বলেন, মাদক ও জঙ্গীবাদের কোন স্থান কয়রার মাটিতে হবে না। যে কোন মুল্যে সকলের সহযোগিতায় তা প্রতিহত করা হবে। সমাবেশে প্রধান আলোচোক ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। তিনি তার বক্তব্য বলেন, সমাজে নৈতিকতা ও মুল্যোবোধের অভাব রয়েছে যে কারনে এই প্রজন্মের তরুনরা বিপদগামী হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরাও  প্রশাসন,  একমত পোষণ করছি। সাথে সাথে আহবান করছি প্রত্যেক মানুষকে তার নাগরিক অধিকার নিয়ে সচেতন হতে হবে। যদি আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিষয়ে সবাই সামাজিক ভাবে প্রতিরোধ করি তাহলে আমাদের পরিবার, সমাজ, দেশ সোনার বাংলাতে পরিণত হবে।মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও জঙ্গিবাদের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা উল্লেখ করে ওসি রবিউল হোসেন  আরো বলেন,কয়রাকে অপরাধমুক্ত করতে সকল পদক্ষেপই নেবে পুলিশ। তাছাড়া এসব অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে কারো সুপারিশ বা তদবির আমলে নেয়া হবেনা এবং পর্যায়ক্রমে এদের মদদদাতাদেরও আইনের আওতায় আনা হবে। আর এজন্য উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতাও চেয়েছেন তিনি। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার। আরও বক্তব্য রাখেন সমাজ সেবক তরুন কান্তি রায় প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা