• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব

আজকের খুলনা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় নতুন বছরের শুরুতেই বাংলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি ঘরে ঘরে চলছে বই উৎসব।

বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে নতুন দিনে নতুন বই বিতরণ অনুষ্ঠানে কয়রা পাইকগাছার সাংসদ আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বছরের প্রথম দিনে নতুন ক্লাসে উঠা নবাগত ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এনেছেন ফলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেএকটি উৎসবে পরিণত হয়েছে। সাংসদ বলেন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের ছেলেমেয়েরা লেকাপড়প করে এবং নতুন বছরে বই পেয়ে আনন্দে উল্লাস করতে করতে বাড়ী ফেরে।

এদিকে কয়রা উপজেলায় আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লক্ষ ৭০ হাজার নতুন বই ছাত্র ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে। দুপুরে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা, কালনা মহিলা মাদ্রাসা, কালনা সপ্রাবি, লোকা সপ্রাবি, শ্রীরামপুর সপ্রাবি ও উত্তর মদিনাবাদ সপ্রাবি এবং বিকেলে সুন্দরবন বালিকা মাধ্যমিক, কয়রা মডেল সরঃ মাধ্যমিক ও কপোতাক্ষ মাধমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম মোহসিন রেজা, অফিসার ইনচার্জ রবিউল হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন, কয়রা সদর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সম্পাদক হাদিউজ্জামান রাসেল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা