• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঁকড়া উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

কয়রা উপজেলার জোড়শিং বাজারে বন বিভাগ অভিযান চালিয়ে সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাঁকড়া শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার সকালে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্যাহ আল বাহারামের নেতৃত্বে অভিযান চালিয়ে জোড়শিং বাজার থেকে ৮৫ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয়। এ সময় একই স্থান থেকে কাঁকড়া ধরার আটন জব্দ করে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে কাঁকড়া গুলো শাকবাড়িয়া নদীর সুন্দরবনের কিনারে অবমুক্ত করা হয়। জব্দকৃত আটন জোড়শিং বাজারে পুড়িয়ে নষ্ট কর হয়। অভিযানকলে উপস্থিত ছিলেন বজবজা বন টহল ফাঁড়ির ওসি খায়রুল আলম মিঠু, সিএমসির কোষাধাক্ষ্য মোঃ রিয়াছাদ আলী, সদস্য শিক্ষক মশিউর রহমান মিলন, বন বিভাগের স্টাফ খায়রুল আলম,মনিরুল ইসলাম,বদরুল আলম,মনির,টুটুল সহ জোড়শিং বাজারের মৎস্য ব্যবসায়ীরা। অপর দিকে গত বুধবার রাত ৯ টার সময় কোবাদক স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোটর সাইকেলযোগে কাঁকড়া পরিবহনকালে ঘড়িলাল বাজার থেকে ৫০ কেজি কাঁকড়া উদ্ধার করে তা আড়পাঙ্গাশিয়া নদীতে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে মোটরসাইকেল চালক পালিয়ে যায়। অভিযানে কোবাদক স্টেশনের ষ্টাফরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা