• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় করোনা সচেতনতায় পুলিশের মাইকিং ও লিফলেট বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনা সচেতনতায় কয়রা উপজেলায় সচেতনতামূলক মাইকিং করেছে কয়রা থানা পুলিশ। কয়রা উপজেলার বিভিন্ন স্থানে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশে কয়রা পুলিশ এই সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরন করেন।

এ সময় তারা জনসাধারণের উদ্দেশ্যে মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য জানান। তাছাড়া করোনা ভাইরাস রোধে সকল ধরণের জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়। যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন, তাদেরকে বাধ্যতামুলকভাবে তাদের নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করেন। বিদেশ থেকে কোন লোক এলাকায় আসলে সাথে সাথে থানার ডিউটি অফিসার ০১৭৬৯-৬৯৪৭৫৩ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেন। এছাড়া বিদেশ ফেরত ব্যক্তিদের কাছ থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে, তাদের সম্পর্কে তথ্য দেওয়া ও এই সংক্রান্তে এলাকার জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে থানা পুলিশ কর্তৃক এলাকায় মাইকিং করেন কয়রা থানা পুলিশ। সকল বিষয় যোগাযোগ করতে অফিসার ইনচার্জ কয়রা থানার মুঠোফোনে নম্বর প্রদান করা হয়। (মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪১১১)।

আজকের খুলনা
আজকের খুলনা