• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন : পাপন

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫০, দ্বিতীয় ইনিংসে টেনেটুনে ২১৩ রান! ভারত জিতে যায় ইনিংস ও ১৩০ রানে। মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল ইন্দোর টেস্ট। ভারতের সামনে দাঁড়াতেই পারল না টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ছন্নছাড়া বাংলাদেশ দল।

ইন্দোর টেস্টে দুই ইনিংস মিলিয়েও ভারতের এক ইনিংসের সমান রান করতে পারেনি বাংলাদেশ। উপরন্তু নিজেদের ইনিংসে বাংলাদেশের বোলারদের রীতিমত তুলোধুনা করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। পরাজয়ের চেয়ে যেটা বেশি চোখে পড়েছে সেটা হলো টেস্ট খেলার মানসিকতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মনে করে টেস্ট খেলার সেই মানসিকতা এখনো তৈরি হয়নি বাংলাদেশের। যার কারণে এমন পরাজয় ঘটেছে।

পাপন বলেন, ‘এমন হার শুধু স্ট্রাকচারের জন্য না। আমি মনে করি, এর বাইরে আরও কিছু জিনিস আছে। এখানে শুধু পিচ বা এনভারমেন্ট তৈরি করে লাভ হবে না। খেলোয়াড়দের মধ্যে থেকেও অনেক কিছু আসতে হবে। ওদের (ভারত) খেলোয়াড়দের চিন্তা ধারাই অন্যরকম। ওদের মন প্রাণ জীবনের সব কিছুই ক্রিকেট। একটা ছেলে জাতীয় দলে চান্স পাবে কি না তা নিয়ে চিন্তাও করে না। একটা বাচ্চা ছেলে স্কুল টিমে চান্স পাবে এটাই ওর এম্বিশন। রঞ্জি ট্রফিতে খেলতে হবে তাই জান দিয়ে দিচ্ছে। দিন রাত কষ্ট করছে। জাতীয় দল নিয়ে চিন্তাই করে না। এত ডিসিপ্লিন, এত নিয়ম কানুন মানে ওরা। আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাই না। এটা এত সহজে আসবে না। আমাদের মধ্যেও হয়তো আসবে, তবে একটু সময় লাগবে।’

আজকের খুলনা
আজকের খুলনা