• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ক্যান্সার চিকিৎসায় লিনিয়ার মেশিনের উদ্বোধন ১৮ মার্চ

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি সেবা চালুর লক্ষ্যে অত্যাধুনিক লিনিয়ার এক্সিলারেটর মেশিন স্থাপন করা হয়েছে। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের যথাযথ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনকোলজি বিভাগে অত্যাধুনিক এ মেশিনের কার্যক্রম আগামী ১৮ মার্চ (বুধবার) উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের এফ-ব্লকে প্রধান অতিথি হিসেবে লিনিয়ার এক্সিলারেটর মেশিনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, একই মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখবেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। ধন্যবাদ জ্ঞাপন করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

বিভাগীয় চেয়ারম্যানের বক্তব্য রাখবেন অধ্যাপক ডা. সারওয়ার আলম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান। রোববার বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের খুলনা
আজকের খুলনা