• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কোয়ারেন্টাইন নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রাখবে সেনাবাহিনী

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

বুধবার (২৫ মার্চ) থেকে খুলনায় টহল দেবে সেনাবাহিনী। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করবে তারা।

মঙ্গলবার (২৪ মার্চ) খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সেনা কর্মকর্তাদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনায় ৬ থেকে ৮ প্লাটুন সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। বুধবার থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা নগরী ও জেলায় টহল দিবেন। মূলত হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করবেন সেনা সদস্যরা।

সভায় ব্রিগেডিয়ার জেনারেল আই কে এম মোস্তাহসেনুল বাকী, খুলনার বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা খানম, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা