• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কোভিড-১৯ মোকাবেলায় প্রথম থেকেই বাংলাদেশের পাশে ভারত

আজকের খুলনা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

দুঃসময়েই তো বন্ধ চেনা যায়! বার বার বাংলাদেশের বড় দুর্যোগ ও বিপদে এগিয়ে আসে ভারত, এ যেন এক আত্মার টান। দূর হয়ে যায় মাঝখানের সীমারেখা এপার-ওপার বাংলা যেন এক সাথে মিলিত হয়ে নেমে পড়ে বিপদের মোকাবেলায়।

করোনাকালেও ভারত বাংলাদেশের পাশে থেকে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছে। করোনার শুরুতে বাংলাদেশ যখন মাস্ক এবং কিট নিয়ে সংকটময় সময় ভোগ করছিল ঠিক তখনই বন্ধুর হাত বাড়িয়ে দিল ভারত।

করোনা মোকাবেলায় তারা বাংলাদেশকে মাস্ক ও কিট পাঠিয়েছে। করোনা ভাইরাসের থেকে রক্ষা পেতে সারা বিশ্ব এখন ছুটছে ভ্যাকসিন পিছনে। পৃথিবীর অনান্য দেশের থেকে এই ভ্যাকসিন তৈরিতে ভারত অনেকটাই এগিয়ে আছে।

ভ্যাকসিন  তৈরি হলে ভারত বাংলাদেশকে প্রাধান্য দেবে বলেও জানা গেছে। এক কথায় বলতে গেলে পুরো করোনাকাল জুড়েই ভারত বাংলাদেশের পাশে ছিল বন্ধুর মত ঠিক যেভাবে অনান্য বিপদেও এগিয়ে আসে।

আজকের খুলনা
আজকের খুলনা