• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

কৃষকের ছদ্মবেশে ভ্রাম্যমাণ আদালত

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি নির্দেশ অমান্য করে জেলে নৌকায় যাত্রী পারাপারে জড়িত থাকায় এক ব্যক্তিকে দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, করোনার কারণে সরকারি নির্দেশে গোপালপুর-মৈনট ফেরি ঘাটে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে জেলে নৌকায় প্রতিদিন যাত্রী পার হচ্ছে-এমন অভিযোগ ওঠে। এর সঙ্গে চরঝাউকান্দা ইউনয়িনরে চর গোপালপুর গ্রামের মুকুর শিকদাররে ছেলে রফিক শিকদার (৪০) জড়িত রয়েছেন এমন একাধিক অভিযোগ পাওয়া যায়।

তাকে হাতে নাতে ধরার জন্য বারবার ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যান। অবশেষে কৌশল বদলে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

শুক্রবার বিকেলে লুঙ্গি-গেঞ্জি মাথায় পরচুল ও কাধে গামছা নিয়ে কাজী বাড়ি ঘাট সংলগ্ন বাদাম ক্ষেতে কাজ করতে থাকেন তিনি। এ সময় তার অন্যান্য সঙ্গীরাও বিভিন্ন ছদ্মবেশ নিয়ে ক্ষেতে কাজ করতে থাকেন। বিকেলে ৪টার দিকে একটি জেলে নৌকা যাত্রী নামিয়ে গোপালপুর ঘাটে না এসে কাজী বাড়ি ঘাটের কাছাকাছি এক জায়গায় যাত্রী নামান।

এ সময় রফিক ওই নৌকা থেকে টাকা তুলতে গেলে ছদ্মবেশে থাকা নির্বাহী হাকিম হাতে নাতে আটক করেন। সরকারি নির্দেশ অমান্য করায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
 

আজকের খুলনা
আজকের খুলনা