• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কুড়িগ্রামে দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

কুড়িগ্রামে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সাথে সার্কিট হাউজ মিলনায়তনে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের করোনা মোকাবেলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মত বিনিময় অনুষ্ঠানে রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর ৭২ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন, রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ রাইসুল ইসলাম, লে. কর্নেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, কুড়িগ্রামের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল মো. হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন হাবিবুর রহমান, হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. জিকরুল, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ। 

মতবিনিময় শেষে সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম অধস্তন কর্মকর্তাদের সাথে নিয়ে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ত্রিমোহনী এলাকায় শতাধিক দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, লবন ও তেল বিতরণ করেন।

এ সময় রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমাদের প্রধান কাজ হবে সরকারি এ অনুদান এবং সরকারি প্রণোদনা বা সরকারি প্রচেষ্টা যথাযথভাবে যিনি পাওয়ার যোগ্য তার কাছেই যেন এটা পৌঁছে। এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষ বিশেষ করে চিকিৎসা সেবা পাওয়ার উপযোগী যারা করোনায় আক্রান্ত না তাদের কাছে এ  চিকিৎসাসেবা যেন যথাযথভাবে পৌঁছে যায়। 

আজকের খুলনা
আজকের খুলনা