• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কুষ্টিয়ায় পৃথক মামলায় চারজনের যাবজ্জীবন

আজকের খুলনা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

কুষ্টিয়ায় একটি মাদক মামলায় তিনজনের এবং আরেকটি নারী পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মজমপুরের (ঝাউতলা গলি) আজাহার আলীর ছেলে মহিরুল ওরফে মহিদুল(৫০), মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শিশির ওরফে নাহিদ(৪০) এবং ফজল মন্ডলের ছেলে কাজল(৩২)। এছাড়াও এমামলায় আসামি মহিদুলের স্ত্রী রানী খাতুন(৩০) এবং পলাতক আসামি কাজীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসানকে পাচঁ বছরের কারাদণ্ডসহ অর্থ দণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

অপরদিকে নারী পাচার মামলায় দৌলতপুর উপজেলার চামনাই আল্লারদর্গা গ্রামের বাদল মন্ডলের ছেলে মো: সেলিম রেজা(৩৮)কে যাবজ্জীবনসহ এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৫ টায় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল আসামি মহিরুল ওরফে মহিদুলের নিজ বাড়িতে অভিযানকালে ৫৪২ বোতল ফেন্সিডিল এবং ১৩শ ৯০পসি ইয়াবাসহ মাদক ক্রয়-বিক্রয়রত আসামিদের আটক করে। এরপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব সদস্য ডিএডি মনিরুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের সহ কুষ্টিয়া মডেল থানায় সৌপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১৮এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

এছাড়া ২০১৫ সালের ১২এপ্রিল সন্ধ্যা ৭টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা রিতা আক্তার (১৯)কে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আসামি সেলিম রেজা ভারতে পাচার করেন। এঘটনায় ওই তরুণীর পিতা বাদি হয়ে দৌলতপুর থানায় মানব পাচার প্রতিরোধ আইন ২০১২র ৬(২) ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। 

আজকের খুলনা
আজকের খুলনা