• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কুমিল্লায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮, সুস্থ ৭

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে কুমিল্লায় এ পর্যন্ত ৬৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন। আর মৃত্যু হয়েছে তিনজনের।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার ১৬ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এটাই একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

কুমিল্লায় নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে দেবিদ্বার উপজেলায় ছয়জন, লাকসামে ছয়জন, মনোহরগঞ্জে দু’জন, বরুড়া ও তিতাসে একজন করে রয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

তিনি জানান, কুমিল্লা জেলায় এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৭২ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৩৪৫ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬৮ এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাতজন।

জানা গেছে, কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন। মৃত ব্যক্তিরা জেলার দেবিদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা ছিলেন। মোট আক্রান্ত ৬৮ জনের মধ্যে তিতাসে ১১ জন, বুড়িচংয়ে নয়জন, দাউদকান্দিতে সাতজন, চান্দিনায় চারজন, দেবিদ্বারে ১০ জন, মেঘনায় একজন, বরুড়ায় তিনজন, ব্রাহ্মণপাড়ায় একজন, সদর দক্ষিণে দু’জন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে তিনজন, মুরাদনগরে ছয়জন ও লাকসাম উপজেলায় ১০ রয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা