• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কুমারখালীতে মদের দোকানে অভিযান, ৬ জনের কারাদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

কুষ্টিয়ার কুমারখালীতে মদের দোকান খোলা রাখার অপরাধে এবং গণজমায়েত করে দোকানের সামনে মদ পান করায় ৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দরবেশপুর গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে বিশ্বনাথ বিশ্বাস (৪০), শেরকান্দি গ্রামের মৃত পরশ ঘোষের ছেলে প্রণব কুমার ঘোষ (৪৫), মৃত সতীশ চন্দ্রের ছেলে অশোক কুমার (৫৭) ও শান্ত দাসের ছেলে কার্তিক (২২), নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল গ্রামের আবুল হোসেনের ছেলে আরিফ (৪৮) এবং পুরাতন চড়াইকোল গ্রামের মোতাহার মাস্টারের ছেলে আব্দুর রহমান (৪৫)।

ইউএনও রাজীবুল ইসলাম খান জানান, সরকারি নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীতে মদের দোকান খোলা রাখার অপরাধে ব্যবসার সঙ্গে জড়িত বিশ্বনাথ বিশ্বাস, প্রণব কুমার ঘোষ ও অশোক কুমারকে দেড় মাস করে এবং গণজামায়েত করে দোকানের সামনে মদ পান করার অপরাধে কার্তিক, আরিফ এবং আব্দুর রহমানকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

তিনি জানান, মদের দোকানটির লাইসেন্স রয়েছে। সরকারি আদেশ না মানায় সাময়িকভাবে এটা বন্ধ করে দেয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা