• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কি-বোর্ডের গতিতেই টাইপ করা যায় স্মার্টফোনে!

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

একজন ব্যবহারকারী কি-বোর্ডে যে গতিতে টাইপ করেন তার প্রায় সমান গতিতে স্মার্টফোনেও টাইপ করতে পারেন। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বর্তমানে মোবাইলফোনে গড় টাইপিং গতি প্রতি মিনিটে ৩৮ শব্দ। অন্যদিকে প্রচলিত কি-বোর্ডে এই গতি গড়ে ৫২ শব্দ। স্মার্টফোনে টাইপিং গতি কি-বোর্ড থেকে ২৫ শতাংশ কম।  

ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির কয়েকজন মিলে এই গবেষণাটি করেছেন। গবেষণা পরিচালনাকারীরা জানিয়েছেন, ব্যক্তি দিনে কত সময় স্মার্টফোনে ব্যয় করে তার ওপরই টাইপিং স্পিড নির্ভর করে। যে যত বেশি সময় ব্যয় করবে তার টাইপের গতি হবে তত বেশি। এগুলোসহ আরও কিছু বিষয় বিবেচনায় নিলে কি-বোর্ড ও স্মার্টফোনে টাইপের গতির পার্থক্য আরও কমে আসে।

গবেষণাটি সম্পন্ন করতে ১৬০টি দেশের ৩৭ হাজার ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের সবাই কি-বোর্ড এবং স্মার্টফোনে টাইপিং টেস্ট দিয়েছেন। এই টেস্টের ওপর ভিত্তি করেই গবেষণার ফল বের হয়ে এসেছে। এতে দেখা যায়, কি-বোর্ডে টাইপের সর্বোচ্চ গতি এসেছে প্রতি মিনিটে ১০০ শব্দের কিছু বেশি। আর স্মার্টফোনের ক্ষেত্রে এই গতি প্রতি মিনিটে ৮৫ শব্দ।

আজকের খুলনা
আজকের খুলনা