• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাশ্মীর ইস্যুতে ইসলামী ফ্রন্ট্রের মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

কাশ্মীরে মুসলমানের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আ ন ম মাসউদ হুসাইন আলকাদেরী, আহমদুর রহমান, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ মাসউদ হোসাইন, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নুরী, মুহাম্মদ কবির হোসেন, মুহাম্মদ আল-মিরাজ, হাফেজ মুহাম্মদ জাহিদুর রহমান, আবু ইউসুফ, মুহাম্মদ হাবিবুর রহমান, আমান উল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ‘সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫(ক) ধারা তুলে দেয়ায় কাশ্মীর অঞ্চলের মুসলমানদের নিরাপত্তা বিপন্ন ও নাগরিক অধিকার চিরস্থায়ীভাবে ভুলুণ্ঠিত হয়ে যাবে। বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত সংবিধান সংশোধনের মাধ্যমে কাশ্মীরের মুসলমানদের নিধন করার প্রক্রিয়া শুরু করেছে। আগে থেকেই তারা মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে আসছে, সংবিধান সংশোধন করে নির্যাতনের মাত্রা বাড়িয়েছে।’

অত্যাচার নির্যাতন বন্ধ করে কাশ্মীরের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান নেতারা।

আজকের খুলনা
আজকের খুলনা