• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কারিগরি ও মাদরাসা শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

এমপিওভুক্ত স্কুল ও কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে।

অনুদান বণ্টকারি চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ টাকা আগামী ১৩ এপ্রিলের মধ্যে তোলা যাবে।

জানা যায়, স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতা দিতে প্রায় ১৩৮ কোটি টাকার মতো প্রয়োজন হবে। আর মাদরাসা ও কারিগরি খাতে ব্যায় হবে প্রায় ৫৩ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাচ্ছেন।

আজকের খুলনা
আজকের খুলনা