• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

কাতার থেকে ফিরল ৩৮৫ বাংলাদেশি

আজকের খুলনা

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

করোনার কারণে কাতারে আটকে পড়া ৩৮৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই সে দেশের চাকরি হারানো এবং অবৈধভাবে বসবাস করতো এমন শ্রমিক।

শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে কাতারের রাজধানী দোহা থেকে ৩৮৫ যাত্রী নিয়ে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, কাতার ফেরত সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নেই। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

আজকের খুলনা
আজকের খুলনা