• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাঠ মিস্ত্রীর লোহার কোচের আঘাতে একই পরিবারের ৩ জন আহত

আজকের খুলনা

প্রকাশিত: ৯ জুলাই ২০১৯  

পাইকগাছার পল্লীতে এক কাঠ মিস্ত্রীর বিরুদ্ধে একই পরিবারের ৩জনকে মাছ ধরা লোহার কোচ দিয়ে আঘাত করার মাধ্যমে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

এলাকাবাসীরা জানান, গত ৫/৬ মাস পূর্বে উপজেলার দেলুটি ইউনিয়নের গোপী পাগলা গ্রামের মান্দার রায়ের ছেলে কাঠ মিস্ত্রী বিষ্ণু রায় একই ইউনিয়নের বিগরদানা গ্রামের উজ্জ্বল সরকারের বাড়ীতে শো-কেস তৈরী করতে যায়। সেই সুবাদে উজ্জ্বল সরকারের পরিবারের সবার সাথে বিষ্ণুর পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিষ্ণু উজ্জ্বলের স্ত্রী ছন্দা সরকারকে কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় সে বিভিন্ন সময়ে নানাভাবে ছন্দাকে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার রাত ১টার দিকে ছন্দা স্বামী-সন্তানকে নিয়ে নিজ বাড়ীতে ঘুমিয়ে ছিল। এ সময় বিষ্ণু মাছ ধরা লোহার কোচ দিয়ে ছন্দার মাথায় আঘাত করে। পরে তার স্বামী উজ্জ্বল ও অষ্টম শ্রেণি পড়–য়া মেয়ে সাথী তাকে প্রতিহত করার চেষ্টা করলে বিষ্ণু তাদেরকেও কোচ দিয়ে আঘাত করে। এ সময় আত্মচিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসার আগেই ঘটনাস্থল থেকে বিষ্ণু পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তার মনোরঞ্জন মহালদারের নিকট প্রাথমিক চিকিৎসা করান। শনিবার সকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার বিকালে আহতদের দেখতে হাসপাতালে যান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ ঘটনায় ছন্দা সরকার বাদী হয়ে বিষ্ণুকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি এমদাদুল হক শেখ জানান।

আজকের খুলনা
আজকের খুলনা