• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

কসবায় ট্রেন দুর্ঘটনা : আরও দুইজনের মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু হয়েছে। এতে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একজন ও রোববার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতরা হলেন- নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা তারা হরিজন ও হবিগঞ্জ সদরের বুবলাখাল এলাকার বাসিন্দা ধলাই মিয়া।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, কসবার ট্রেন দুর্ঘটনায় আহত তারা হরিজন নামের একজন শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। তবে রোববার রাতে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে একই দুর্ঘটনায় আহত ধলাই মিয়া নামের এক বৃদ্ধ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতিতে চিকিৎসাধীন ছিলেন। রোববার বিকেলে সেখানে তিনি মারা যান। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানের বরাত দিয়ে ওসি আরো জানান, ধলাই মিয়ার মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালের সাতজন চিকিৎসা নিতে যান। ধলাই মিয়া ছাড়া তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে সবাই চলে যান। কিন্তু ধলাই মিয়ার অবস্থা গুরুতর ছিল।

আজকের খুলনা
আজকের খুলনা