• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় ১৫৪ বাংলাদেশির মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে দেশে মারা গেছেন ২০ জন এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে দেশে এখন পর্যন্ত মোট ২০ বাংলাদেশি মারা গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর।

অন্যদিকে বিশ্বের অনেক দেশই করোনা ভাইরাসে আক্রন্তদের মৃত্যুর তথ্য আলাদাভাবে প্রকাশ করে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছেন। সেই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিদেশে মোট ১৩৪ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৯২ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে এরপর সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে মারা গেছেন ২৩ জন।এছাড়া স্পেনে মারা গেছেন তিনজন ও ইতালিতে চারজন বাংলাদেশি।

এদিকে সৌদি আরবে ছয়, কাতারে দুই, আরব আমিরাতে এক, লিবিয়ায় এক, সুইডেনে এক ও গাম্বিয়ায় এক বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বিশ্বে  পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭৩১ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৪ হাজার ৯৩ জন।

আজকের খুলনা
আজকের খুলনা