• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় সবচেয়ে শঙ্কায় গর্ভবতী মায়েরা

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

পুরো গর্ভাবস্থার সময়টা সব মায়েরই নানা ধরনের উৎকণ্ঠা ও অপেক্ষার ভেতর দিয়ে যায়।

আর করোনা আসার পর থেকে গর্ভবতী মায়েদের কাপালে চিন্তার ভাঁজ বেড়ে গেছে, অনেকেই তো রাতে ঘুমাতেও পারেন না চিন্তায়। সব সময় কেমন আতঙ্কের ভেতর দিন কাটে তাদের। আর সেই আতঙ্ক হাজারগুন বেড়ে যায় যদি মা করোনা আক্রান্ত হয়ে পড়েন। 

তবে মায়ের থেকে বাচ্চার শরীরে করোনা সংক্রমণের ভয় অনেকটা কম থাকছে বলে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে৷ 

ইউনিভার্সিটি অব নটিংহ্যামের গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত মায়ের দুধ খাওয়ার সময়ও সন্তানের আক্রন্ত হওয়ার ঝুঁকি অনেক কম। 

গবেষক কেট ওয়াকার জানান, তবে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে সংক্রমণের ভয় বেশি থাকে। এজন্য তাদেরকে মায়ের থেকে আলাদা রাখা ভালো৷ এসব শিশুকে মায়ের বুকের দুধ না দিয়ে চিকিৎসকের পরামর্শে অন্য খাবার দেওয়ার কথাও বলা হয়েছে। 

৬৫৫ জন নারী এবং ৬৬৬টি শিশুকে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে নর্মাল ডেলিভারি যাদের হয়েছে সেই ২৯২ জনের মধ্যে মাত্র ৮টি শিশু করোনা পজিটিভ৷ অন্যদিকে ৩৬৪ নারীর অস্ত্রোপচার করে বাচ্চার জন্ম হয়েছে, তাদের মধ্যে ২০টি শিশুর করোনা পজিটিভ ধরা পড়েছে৷

আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর গর্ভকালীন সময়ে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

আজকের খুলনা
আজকের খুলনা