• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় মৃত্যু নিয়ে গুজব ছড়ানোয় খাগড়াছড়িতে আটক ৩

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতাকৃত তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে গ্রেফতারকৃত খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

শনিবার (২১ মার্চ) বিকেলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে এ তিনজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মানিকছড়িতে আমির হোসেন, দীঘিনালায় সুজন দাশ ও মিন্ট চৌধুরী।

রোববার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ এর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, এই তিন জনের যোগসাজসে খাগড়াছড়িতে মিথ্যা ও বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং শেয়ার করে জেলায় অস্থিরতা সৃষ্টিসহ রাষ্ট্র বিরোধী তৎপরতা চালিয়েছে। এ গুজবের কারনে জনমনে ভীতি সৃষ্টি হয়েছে। আটকের পর তাদের কাছ থেকে মিথ্যা অপপ্রচারের আলামত উদ্বার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা