• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

করোনায় ভাইরাস বিশেষজ্ঞের মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হল ভাইরাস বিশেষজ্ঞ ভারতীয় বংশোদ্ভূত গীতা রামজি। দক্ষিণ আফ্রিকায় তার মৃত্যু হয়। কিছুদিন আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরেন তিনি। এ সময় তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্স কাউন্সিলের এইচআইভি প্রিভেনশন রিসার্সের বিভাগীয় কর্মকর্তা ছিলেন ৬৪ বছর বয়সী গীতা রামজি।

সংস্থাটির সিইও গ্লেনডা গ্রে জানিয়েছেন, প্রফেসর রামজির মৃত্যুতে তারা শোকাহত। কোভিড-১৯ উপর্সগ নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, ২০০৮ সালে এইচআইভি নিয়ে গবেষণায় নতুন দিশা দেখান গীতা রামজি। এই কৃতিত্বের জন্য লিসবনের প্রথম নারী এইচআইভি গবেষক হিসেবে তাকে সম্মাননা দেয় ইউরোপিয়ান ডেভালপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপ (ইডিসিটিপি)।

দক্ষিণ আফ্রিকায় নারীদের এইডস সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। তার কথায়, 'এইচআইভির মতো মহামরাী থেকে বাঁচতে বিশ্বকে প্রত্যয়ের সঙ্গে লড়তে হবে।' এইচআইভি গবেষণায় ল্যান্ডমার্ক তৈরি করেছিলেন গীতা। কিন্তু তার লড়াই থামিয়ে দিল করোনাভাইরাস। 


 

আজকের খুলনা
আজকের খুলনা