• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় ফ্রান্স কাতার ও কুয়েতের পরিস্থিতি

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস বা কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে ফ্রান্সে করোনাভাইরাসে একদিনে প্রাণ গেলো আরো ৫শ' ৪৭ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ২৬৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। এতে আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

এদিকে কানাডায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। দেশটিতে কোভিড নাইন্টিনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৭শ' মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার। এতে আতঙ্ক বাড়ছে জনমনে।

অন্যদিকে কাতারে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে কর্মহীন অনেক প্রবাসী বাংলাদেশি। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। তবে কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কাতারের বেশ কয়েকটি বাংলাদেশি সামাজিক সংগঠন। এদিকে মধ্যপ্রাচের এই দেশটিতে করোনায় তিন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে, আক্রান্ত ৬ হাজারের বেশি মানুষ।

ত্রাণ নিতে আসা এসব মানুষ ক'দিন আগেও ছিলেন সচ্ছল, উপার্জন করতেন অর্থ। তাদের পাঠানো টাকা পরিবার ও দেশের অর্থনীতির চাকাকে করেছে গতিশীল। কিন্তু করোনা পরিস্থিতি কাজ না থাকায়, প্রবাসীদের বেশিরভাগই এখন কর্মহীন। এমন বিপদে সাহায্য পেয়ে খুশি তারা।

কাতারের বাংলাদেশি সব সংগঠনকে, কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান সামাজিক সংগঠনের নেতাদের।প্রাণঘাতী করোনভাইরাসে কাতারে প্রাণহানি তুলনামূলক কম। তবে করোনার কারণে সৃষ্ট অচলাবস্থার কারণে কিছুটা গতি হারিয়েছে দেশটির অর্থনীতি।

আজকের খুলনা
আজকের খুলনা