• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় ক্ষতিগ্রস্তদের ৯০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে য়্যুভেন্তাস

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৯০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে ইতালির ক্লাব য়্যুভেন্তাস। ক্লাবটির কোচ ও খেলোয়াড়রা জানান, জুন মাস পর্যন্ত বেতনের একটি অংশ সহায়তার জন্য দেবেন তারা। এদিকে, করোনার প্রভাবে সঙ্কটে পড়া স্পেনের মানুষের জন্য ব্যতিক্রমী অনলাইন কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে স্প্যানিশ লা লিগা।

করোনার প্রভাবে থমকে গেছে যাপিত জীবন। এমন থেমে থাকা ঠিক কতোদিন? তা হয়তো জানা নেই কারোরই। তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা অবিরত।

করোনার প্রকোপে অন্যতম ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ইতালি। যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিনিয়তই বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দেশটির ফুটবল ক্লাব য়্যুভেন্তাসের তিন খেলোয়াড়ও কোভিড নাইন্টিন পজিটিভ। সেখানকার সংকটে পড়া মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ক্লাব য়্যুভেন্তাস।

ইতালিয়ান এই ক্লাবটির কোচ ও খেলোয়াড়রা ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছেন। ৯০ মিলিয়ন ইউরো সহায়তা হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ক্লাবটির কোচ মৌরিজিও সারি জানিয়েছেন, জুন মাস পর্যন্ত নিজেদের বেতনের একটি নির্দিষ্ট অংশ অর্থ সহায়তা হিসেবে দিবেন খেলোয়াড়রা।

এদিকে, করোনার প্রকোপে দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে স্পেনে। ক্ষতির মুখে পড়া সেখানকার মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে স্প্যানিশ লা লিগা। খাদ্য সরবরাহ ও চিকিৎসা সরঞ্জামাদি সংগ্রহের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয় তারা। আয়োজন করে অনলাইন কনসার্ট। এই চ্যারিটি কনসার্টের মাধ্যমে সংগৃহিত হওয়া অর্থ অসহায়, ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করবে তারা।

আজকের খুলনা
আজকের খুলনা