• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় আক্রান্তের ৯৭.৮ শতাংশ রোগীই সুস্থ হবেন

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬৫ জনে। এই ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে। সেখানে মারা গেছে ১৭ হাজার ৩১৪। যার মধ্যে শুধু ইতালিতেই মৃতের সংখ্যা ৮ হাজার ১৬৫। ইতালির পরই রয়েছে স্পেন, যেখানে মারা গেছে ৪ হাজার ৮৫৮। এর পরেই রয়েছে চীন ৩ হাজার ২৯২। ২০১৯-এর ডিসেম্বর থেকে কম করে ৫ লাখ ৪৭ হাজার ০৩৪টি করোনাভাইরাসে আক্রান্ত নথিভুক্ত হয়েছে। যেখানে আমেরিকা পিছনে ফেলে দিয়েছে চীনকেও।

তবে একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই ভারতীয়দের। করোনায় সংক্রমিত হলে ৯৫.৬ শতাংশ সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

এখন পর্যন্ত ভারতে ৮৭৫ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন আর সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৯৭১ জন। মারা গেছে ৩ হাজার ২৯৫ জন।

সেখানে ভারতে আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। ৭৩ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই তথ্যের ভিত্তিতেই সংবাদমাধ্যমটি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হলেও ৯৭.৮ শতাংশ মানুষের সুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

আজকের খুলনা
আজকের খুলনা