• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় আক্রান্ত ৯০ শতাংশই স্বাভাবিক চিকিৎসায় ভালো হয়

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে আক্রান্তের ৯০ শতাংশ স্বাভাবিক চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছেন। বৈশ্বিক পরিসংখ্যান তুলে ধরে কানায় প্রবাসী অণুজীব বিজ্ঞানী ডক্টর সোয়েব সাইদ এ তথ্য জানান। এ অবস্থায়, করোনা চিকিৎসায় ইথানল অ্যালকোহলের ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।  অ্যালকোহল মুখে নিয়ে কুলকুচি করলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় বলে যে ধারণাটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে সেটি সঠিক কিনা তা জানতে চাওয়া হয় কানাডায় প্রবাসী বাংলাদেশি অনুজীব বিজ্ঞানী ডক্টর শোয়েব সাঈদের কাছে।

তিনি বলেন, জনস্বাস্থ্যে যেকোনো গবেষণা কতটুকু উপকারে লাগবে আর কতটুকু অপকার করবে সে বিষয়ে ডেল্টা বা পার্থক্য নির্ণয় না করে কোনো হাইপোথিসিস দাঁড় করানো অনৈতিক। উচ্চ ঘনত্বের ইথানল অ্যালকোহল ব্যবহার অত্যন্ত বিপদজনক বলে উল্লেখ করেন তিনি।
ডক্টর শোয়েব সাঈদ বলেন, এক্ষেত্রে আমাদের নাকের ভেতরে যে স্পর্শকাতর জিল্লি থাকে তা ক্ষতিগ্রস্ত হয়ে রক্তপাত হতে পারে। ইথানল বাষ্প ব্রেনে চলে গেলে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
এদিকে, কোভিন নাইনটিনে আক্রান্ত ৯০ শতাংশই স্বাভাবিক চিকিৎসায় ভালো হয়ে যান বলে জানান ডক্টর শোয়েব সাঈদ।
তিনি বলেন, যে দশ শতাংশকে হাসপাতালে যেতে হয় তাদের হার্ট, ফুসফুস এবং নানা বিষয়ে জটিলতা থাকে। তাদের জন্য এবং যে নব্বই শতাংশ হাসপাতালে ভর্তি হন তাদের সবার জন্যই এই অ্যালকোহল থেরাপি স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক হুমকি।

সামাজিক দূরত্ব, হাত ও মুখ জীবাণুমুক্ত রাখা, নাক মুখ, চোখ স্পর্শ করা থেকে বিরত থাকা, ঘরে অবস্থানের পাশাপাশি রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা