• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনার বিরুদ্ধে জয় উদযাপনে বাদুড় বিক্রি শুরু চীনে

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

সারা বিশ্ব যখন করোনাভাইরাস প্রতিরোধে লড়ছে তখন চীনে জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। এখনো প্রমাণিত না হলেও, মেডিকেল বিশেষজ্ঞদের সন্দেহ, করোনা ছড়ানোর পেছনে বাদুড়ের ভূমিকা থাকতে পারে। করোনার বিরুদ্ধে জয় উদযাপন ফের চীনে বাদুড় বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে যেভাবে বাদুড়সহ নানা ধরনের বণ্যপ্রাণী বিক্রি হতো এখন সে অবস্থা ফিরে এসেছে। করোনা মোকাবেলার সময় বণ্যপ্রাণী বিক্রির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইলিনের বাজারে এভাবে বন্যপ্রাণী বিক্রি করতে দেখা গেছে। সেখানে কুকুর ও বিড়ালের টাটকা মাংস বিক্রি চলছে। বন্যপ্রাণী থেকে শুরু করে গৃহপালিত প্রাণী দেদারসে বিক্রি হচ্ছে।

চীনের দক্ষিণাঞ্চলের ডংগুয়ান এলাকার মাংস বিক্রির একটি বাজারের পাশে ফুটপাতে এক কবিরাজকে দেখা গেছে। যিনি বিজ্ঞাপন দিয়েছেন, নানা রকমের সমস্যার প্রাকৃতিক ওষুধ হলো- সাপ, ব্যাঙ, বাদুড়, টিকটিকি, আরশোলা, বিছা।

আজকের খুলনা
আজকের খুলনা