• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনার প্রাদুর্ভাবে খুলনায় কর্মহীন ও দুস্থদের পাশে র‌্যাব-৬

আজকের খুলনা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

নভেল করোনা ভাইরাসের ছোবলে থোমকে গেছে গোটা বিশ্ব। প্রভাব ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তৈরি হয়েছে অঘোষিত লকডাউন পরিস্থিতি। এমন অবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষেরা পড়েছে সীমাহীন দুর্ভোগে। এ পরিস্থিতিতে হতদরিদ্র কর্মহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকালপর্যন্ত র‌্যাব-৬ এর পক্ষ থেকে নগরের কয়েকটি এলাকায় প্রায় ৩০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, র‌্যাবের পক্ষ গত তিন দিনে প্রায় ৩০০ পরিবাবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মাহবুবুল আলম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশে ছুটি ঘোষণা করেছে। এতে করে দিনমজুর, রিকশাচালকসহ নিম্নআয়ের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। আমরা র‌্যাব সদস্যরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। প্রাথমিকভাবে যারা খুবই অসহায় সে রকম ৩০০ পরিবারকে আমরা খাদ্যসামগ্রী প্রদান করেছি। আমরা আরো কর্মহীন ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যাব-৬ এর পক্ষ থেকে নানা ধরনের প্রচারণা, লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা