• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনাভাইরাসের প্রশংসায় পঞ্চমুখ বিদ্যা, ক্ষুব্ধ নেটিজেনরা

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

যে করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব, সেই মারণ ভাইরাসকেই ধন্যবাদ জানালেন অভিনেত্রী বিদ্যা বালন। প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেখানে সেই ভাইরাস সম্পর্কে বিদ্যার এমন মনোভাব দেখে নেটিজেনরা তার উপরে বেশ চটেছেন।

সম্প্রতি অভিনেত্রী বিদ্যা বালন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই বিদ্যা করোনা ভাইরাসকে ধন্যবাদ জানান। ভিডিওটির দাবি, করোনা ভাইরাস মানুষকে বড় শিক্ষা দিয়েছে। যে বিলাসিতা তারা ব্যবহার করে তার মর্ম দিতে শিখেছে মানুষ। আগে সব কিছুকেই মানুষ টেকেন ফর গ্র্যান্টেড করত। প্রকৃতির উপর মানুষ কতটা নির্ভরশীল তা বুঝতে শিখিয়েছে করোনা। মানুষ সকল কিছুতেই কত ব্যস্ত হয়ে আসল জিনিসগুলি এবং পরিবারকে ভুলে গিয়েছিল।

সেই ভিডিওতে বিদ্যা আরও বলছেন, ধন্যবাদ যানবাহন বন্ধ করে দেওয়ার জন্য। কারণ পৃথিবী থেকে বহুদিন পরে দূষণ চলে যাচ্ছে। এই ভাইরাসের জন্যই সকলে সকলের খবর রাখছে। সবাই এক সঙ্গে বাঁচার চেষ্টা করছে। সবাই পরস্পরের সমস্যার কথা শুনছে। আর এই সবই হচ্ছে করোনাভাইরাসের জন্য। তাই ধন্যবাদ করোনাভাইরাস।

এই ভিডিও পোস্ট করার পরেই তার উপরে চটে গেছেন নেটিজেনরা। যে ভাইরাসের জন্য প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে সেই ভাইরাসের প্রশংসায় কী ভাবে বিদ্যা পঞ্চমুখ হতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে প্রশ্ন তুলছেন বিদ্যার কোনও প্রিয়জন যদি করোনায় আক্রান্ত হতেন তা হলেও কি তিনি একই কথা বলতেন।

আজকের খুলনা
আজকের খুলনা