• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে রায়পুরের মুয়াজ্জিনসহ ২ বাংলাদেশির মৃত

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি মুয়াজ্জিনসহ দুই প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কুইন্সের এলমহাস্ট হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত বাংলাদেশিরা হলেন- মো. মনির উদ্দিন বাবুল (৬৩) ও মো. তৌহির আহমেদ (৬২)। মনির উদ্দিন কুইন্সের জ্যাকসন হাইটস এর খামারবাড়ি এলাকার মসজিদে মুয়াজ্জিন ছিলেন ও টেক্সিক্যাব চালাতেন।

তৌহির আহমদও একই এলাকার বাসিন্দা ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে। নিউইয়র্কে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে রায়পুরের কেরোয়া ইউপির দক্ষিণ কেরোয়া গ্রামে ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে গ্রামবাসী জানান, আমরা শুনেছি, মৃত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রেই মাটি দেয়া হবে।

স্বজনরা জানায়, তৌহির আহমদ কিডনি রোগী ছিলেন। সম্প্রতি তার করোনাভাইরাস পজিটিভ হলে এলমহাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

অপরদিকে, মনির উদ্দিন বাবুল করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ৫ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয়।

এঘটনায় কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল জানান, এ সংবাদ আমাদের জানা নেই। খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলবো।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরি জানান, এ সংবাদ আমার জানা নেই। খোঁজ নিয়ে পরিবারকে সতর্ক থাকতে বলা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা