• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

করোনাভাইরাস: ব্রুনেইয়ে প্রথম মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

চীনের ‍উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাস এ পর্যন্ত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৪ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৭ হাজার।

এদিকে, ব্রুনেইয়ে করোনাভাইরাসে শনিবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। ৬৪ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। ব্রুনেইয়ে এ পর্যন্ত ১১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের বেশিরভাগই মালয়েশিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রায় ১৬ হাজার লোকের সমাগম ছিল ওখানে।

করোনায় মারা যাওয়া ব্যক্তি কোনো জনসমাগমে না থাকলেও মালয়েশিয়া ও কম্বোডিয়া ভ্রমণ করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৪ মার্চ দেশে ফেরেন তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা