• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

করোনা : প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৭১০ চিকিৎসককে

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনাভাইরাসের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সারা দেশে ৭১০ জন চিকিৎসক ও ৪৩ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. হাবিবুর রহমান বলেন, ‘৭১০ জন চিকিৎসক, ৪৩ জন নার্সকে কোভিড-১৯ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের ২৬৪টি জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও ঢাকার যেসব হাসপাতালকে আমরা করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করেছি সেখানকার চিকিৎসকরা এরমধ্যে রয়েছেন।’

হাবিবুর রহমান বলেন, ‘দেশের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার এ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আশা করছি, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল টেকনোলজিস্টরা তাদের নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্দেহভাজন কোভিড-১৯ সংক্রান্ত রোগী পেলে তাদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন ও সম্প্রসারিত পিসিআর সুবিধাসম্বলিত হাসপাতালগুলোতে স্যাম্পল পাঠাবেন।’

সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের হাসপাতালে না এসে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা