• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনাকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়ার যে গুজবগুলোতে কান দেবেন না

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

দেশে করোনা ভাইরাস যতটা না বিস্তার লাভ করেছে, সোস্যাল মিডিয়াতে করোনাকে কেন্দ্র করে ততো বেশী গুজব ও অপপ্রচার ডালপালা বিস্তার করেছে। অনেকেই বুঝে অথবা না বুছে গুজবগুলো বিশশ্বাস করছেন এবং অন্যান্যদের কাছে প্রচারও করছেন।

সরকার ইতিমধ্যে গুজবের মাধ্যমে আতংক সৃষ্টিকারী কয়েকজনকে আইনের আওতায় এনেছে। সবাইকে এ ধরণের মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। যে কোনো তথ্য পেলে তা আগে যাচাই বাছাই করতে হবে। প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। 

যে গুজবগুলো কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে রয়েছে,

১) ‘‘থানকুনি পাতা, তুলসি পাতা ইত্যাদি খেলে করোনা হয় না।’’ (থানকুনি ও তুলসি পাতায় বিভিন্ন উপকারী উপাদান থাকলেও করোনা প্রতিরোধী কোনো উপাদান নেই)।

২) ‘‘গাঁজা, এলকোহল, গো মূত্র, গোবর করোনা নিয়ন্ত্রন করে।’’

৩) ‘‘১০ মিনিট পরপর পানি খেলে করোনা সংক্রমন থেকে দূরে থাকা যায়।’’

৪) আজ রাতে সরকারীভাবে সারাদেশে হেলিকপ্টারে করে ওষুধ ছিটানো হবে, তাই রাতে সবাই নিজ ঘরে দরজা জানালা বন্ধ করে থাকবেন।’’

৫) ‘‘মক্কা-মদীনায় জনৈক বুজুর্গ ব্যাক্তি স্বপ্নে দেখেছেন’ উল্লেখ করে বিভিন্ন কথা লিখে কমপক্ষে ১০ জনকে ম্যাসেজটি পাঠানো।’’

৬) কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই দেশে অসংখ্য ব্যক্তির করোনায় মৃত্যুর খবর।

 

আজকের খুলনা
আজকের খুলনা