• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা সন্দেহে বাগেরহাটে নারী আইসোলেশনে

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২৬ বছর বয়সী এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ওই নারী জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে পাঠায়।বর্তমানে বাগেরহাটে বিদেশ ফেরত ৩ হাজার ৮৩৩ জন প্রবাসী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২৯৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন।
এছাড়া, করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা তরুণ-তরুণী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

এর আগে, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায় তাকেও বাড়িতে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির  বলেন, সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে আসলে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণের জন্য তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই নারী ১০ দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন এবং তিনি তার বাড়িতে অবস্থান করছিলেন। পরীক্ষা-নিরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।

আজকের খুলনা
আজকের খুলনা