• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা যোদ্ধাদের স্যালুট জানিয়ে ডিএনসিসির দেয়ালচিত্র

আজকের খুলনা

প্রকাশিত: ৪ জুন ২০২০  

করোনাকালীন সময়ে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকসহ যারা যারা অগ্রভাগে থেকে দায়িত্বপালন করেছেন তাদের স্যালুট জানিয়ে দেয়ালচিত্র এঁকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২ জুন) ডিএনসিসির গুলশান-২ মার্কেটের দেয়ালে এমন দুটি চিত্র উদ্বোধন করেন সংস্থার মেয়র মো. আতিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকসহ অন্যান্য চিকিৎসাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরও অনেকে নানাভাবে করোনা মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন ঘটানো হয়েছে।

আতিকুল ইসলাম আরও বলেন, গণমাধ্যমকর্মীরা করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করে যাচ্ছেন প্রতি মুহূর্তে। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন তাদের বচন, ক্যামেরা ও কলমের মাধ্যমে। গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে এ দেয়ালচিত্রে তাদেরকেও তুলে ধরা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। ত্রাণ বিতরণ করছে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে। এ দেয়ালচিত্রে তাদেরও দেখানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা