• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা মোকাবেলায় নিয়োগ পাচ্ছেন ১ হাজার চিকিৎসক

আজকের খুলনা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

দেশে কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক-নার্স আর স্বাস্থ্যকর্মীরা। তাই করোনা মহামারী কালে দেশের জনগনের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জরুরী ভিত্তিতে স্বাস্থ্যবিভাগ এক হাজার নন ক্যাডার চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে।

এক্ষেত্রে নতুন নার্স নিয়োগের পাশাপাশি অবসরপ্রাপ্ত অভিজ্ঞ নার্সদের পুনরায় দায়িত্বে ফেরার অনুরোধ করবে স্বাস্থ্যবিভাগ। জনগনের চিকিৎসা সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে গৃহিত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮২। এ সময়ের মধ্যে মারা গেছেন আরো নয় জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১১০।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, যারা দেশবাসীর পাশে বিভিন্ন দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

বুলেটিনে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

আজকের খুলনা
আজকের খুলনা