• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

চীনে নিউমোনিয়া ঘটানোর ভাইরাসের প্রাদুর্ভাব হওয়াতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উদ্বেগের কারণ আছে কিন্তু আতঙ্কের কারণ নাই।

নতুন এই করোনা ভাইরাসের গল্প শুরু চীনের হুয়াং এ গত মাসে। আর এখন তা জনউদ্বেগে রূপ নিয়েছে সে দেশে। এই ভাইরাস ঘটায় নিউমোনিয়ায় ১৭ জনের মৃত্যু ঘটেছে আর এর বিস্তারে শত শত মানুষ সংক্রমিত হয়েছে। মানুষ থেকে মানুষের মধ্যে ঘটে এটি ছড়ায়। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সভায় বসেছে।

আরও দুটো বিষয় চিন্তার বিষয়: নতুন চান্দ্র বছর আসছে লক্ষ লক্ষ চীন নাগরিক এই সপ্তাহান্তে ছুটিতে ঘরে যাবে পরিবারের সাথে মিলিত হবে। দ্বিতীয় হল ২০০৩ সালে চীনে SARS (Severe acute respiratory distress syndrome ) এর মোকাবেলা। প্রাদুর্ভাবের খবর অনেকটা সংরক্ষিত, এর প্রচার কম। হাত ধোয়া আর টিকা হল একটি পন্থা। কিন্তু নতুন প্রাদুর্ভাবের খবর সঠিক সময়ে প্রচার হলে প্রতিবিধানের ব্যবস্থা হয় সময় মতো। বিমানবন্দরে স্ক্রিনিং চেক। বাংলাদেশ বিমানবন্দরেও চীন প্রত্যাগত যাত্রীদের চেক করা হচ্ছে।

 

একেবারে নতুন এই ভাইরাস নতুন প্রজাতির করোনা ভাইরাস। তবে এর আগ্রাসি রূপ সারসের মত নয় ।

আজকের খুলনা
আজকের খুলনা