• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

করোনা প্রভাবে ১৮ মার্চ থেকে বন্ধ ইবি, নোবিপ্রবি ও যবিপ্রবি

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ঘোষণার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় তিনটিতে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৮ মার্চ বেলা ১১ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১ এপ্রিল সকাল ৯টায় হলসমূহ খুলে দেয়া হবে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও এসময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ১৭ মার্চ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.দিদার-উল-আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) এবং আবাসিক হলগুলো ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।’

১৮ মার্চ দুপুরের আগেই শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে করোনাপ্রভাবে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা