• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা থেকে বাঁচতে ১০০ জন অসহায়কে ভ্যাকসিন দেয়ালেন ঋতাভরী

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১  

করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করতে চলেছে। ভারতে দৈনিক সংক্রমণ আর প্রতিদিন মৃত্যুর সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোজই মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাত বাড়াচ্ছেন অনেকেই। 

টলিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। ১০০ জন অসহায়দের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ালেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে সেকথা জানালেন তিনি।

তার মা শতরূপা সান্যালের সঙ্গে ‘স্কাড’ (SKUD) নামে একটি এনজিও চালান ঋতাভরী। স্কাডের পক্ষ থেকেই এই উদ্যোগ নেয়া হয়।

ঋতাভরী জানিয়েছেন, বস্তির এই ১০০ জন অসহায় মানুষকে করোনা টিকা নেয়ার জন্য রাজি করানোই ছিলো সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জটা তারা নিয়েছিলেন।

১০০ জনের প্রথম ডোজ হয়ে গেছে। দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন তারা। ভারতে অক্সিজেন ও করোনা টিকা অমিলের মধ্যেও একটা বড় লড়াইয়ে সামিল হয়েছেন ঋতাভরী ও শতরূপা। এই ১০০ জনের দ্বিতীয় ডোজের ব্যবস্থা হয়ে গেলেই তারা আরো বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনবেন বলে জানিয়েছেন।

 

আজকের খুলনা
আজকের খুলনা