• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

করোনা টেস্টে রোবট ব্যবহারের কথা ভাবছে স্পেন

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

সারাবিশ্বে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি এ ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছেন বহু চিকিৎসকও। তাই চিকিৎসকদের কথা মাথায় রেখে স্পেন এবার এক অভিনব রোবট তৈরি করার কথা চিন্তা করছে।

সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই রোবটের ফলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে আসবে।বর্তমানে স্পেনের যা জনসংখ্যা তার মধ্যে প্রায় ১২ শতাংশ চিকিৎসক রয়েছেন।

এ বিষয়ে স্প্যানিশ প্রশাসন জানিয়েছে, এই রোবট প্রতিদিন ৮০,০০০ মানুষের টেস্ট করতে পারবে। টেস্ট করার সময় কোনও চিকিৎসককে পাশে থাকতে হবে না। অর্থাৎ কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তা হলে আর চিকিৎসক নয় রোবটের মাধ্যমে হবে করোনা ভাইরাসের টেস্ট। এর ফলে এই প্রাণঘাতী ভাইরাস থেকে কিছুটা হলেও দূরে থাকবেন চিকিৎসকেরা।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ ।
 

আজকের খুলনা
আজকের খুলনা