• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা আতঙ্কের মাঝে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা, জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

সারা বিশ্ব করোনাভাইরাস নিয়ে দিশেহারা। করোনা আতঙ্কে দেশব্যাপী সব ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউপির হাসনা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করে। খবর পেয়ে জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। 

শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউপির হাসনা গ্রামে কনের বাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। তখন হাসনা গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার জানকিগাতী গ্রামের তাত শ্রমিক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। 

এসময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কনের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন। তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

আজকের খুলনা
আজকের খুলনা