• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না:স্বাস্থ্যমন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

করোনা আক্রান্তদের ৮০ শতাংশের বেশি রোগীর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, "দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। যা করোনাভাইরাসের রোগীর জন্য বেশি প্রয়োজন। তবে করোনা আক্রান্তদের ৮০ শতাংশের বেশি রোগীর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে অন্যদের অক্সিজেন সাপোর্ট ও কিছু ওধুষ লাগতে পারে।"

তিনি আরো বলেন, "দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।যা করোনাভাইরাসের রোগীর জন্য বেশি প্রয়োজন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে এক সপ্তাহের মধ্যে আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন। অর্থাৎ, প্রায় ১ দশমিক ৮ শতাংশ রোগী আইসিইউ সাপোর্ট নিয়েছেন। তিনি বলেন, এই হারে ১০ হাজার রোগী যদি আইসিইউ সাপোর্ট নেন, তাহলে ১৮০টি ভেন্টিলেটর সাপোর্ট লাগবে।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরো ১৫ জনের মৃত্যু হয়েছে, যা এক দিনে দেশে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হলো ৭৫ জনের। এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২,১৯০ জনের। নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শন্তাক্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ১,৮৩৮ জন। তিনি জানান, নতুন ৯ জন সুস্থ হয়েছেন, এ নিয়ে সুস্থ হলেন ৫৮ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ। ১৭ই এপ্রিল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২২ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন, ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।   

আজকের খুলনা
আজকের খুলনা