• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনা আক্রান্ত প্রায় ২০ হাজার মানুষ সুস্থ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া দেশটিতে এ পর্যন্ত  ছয় কোটি ৭০ লাখ মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তার দেশে এ পর্যন্ত ১৯ হাজার ৭৩৬ করোনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার ৭৪৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে জানিয়ে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৫৮ জনের মৃত্যু হওয়ায় ইরানে এই রোগে মৃতের সংখ্যা তিন হাজার ৪৫২ জনে পৌঁছেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগ মানুষের ওপর স্ক্রিনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি জানিয়েছিলেন, এ পর্যন্ত ইরানের ছয় কোটি ৭০ লাখ মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে।

সূত্র: পার্সটুডে

আজকের খুলনা
আজকের খুলনা