• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ওয়াশিংটনে ‘সার্বজনীন মুজিববর্ষ উদযাপন পরিষদ’ গঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী কর্মসূচি পালনের লক্ষ্যে ওয়াশিংটন ডিসির উদ্যোগে ‘সার্বজনীন মুজিববর্ষ উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে এক বৈঠকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুরকে আহ্বায়ক ও সাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম চৌধুরীকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এ ছাড়া সাবেক ছাত্রলীগ নেত্রী খালেদা আক্তারকে প্রধান সমন্বয়ক করে ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ মার্চ পর্যন্ত বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সার্বজনীন মুজিববর্ষ উদযাপন পরিষদ গঠন করা হয়।

এ সময় নেতারা জানান, কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনের মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির অন্যান্য নেতাদের ধীরে ধীরে সম্পৃক্ত করা হবে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মনসুর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের উদ্দেশ্য ২০২০ সালের ১২ জানুয়ারি থেকে শুরু করে ২০২১ সালের ২৮ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ উদযাপনের মহৎ কর্মসূচি বাস্তবায়নে জাতি, ধর্ম ও সব রাজনৈতিক মতাদর্শের বাইরে থেকে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি (গ্রেটার ওয়াশিংটন ডিসি)’ গঠন করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা